সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার বজলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, উপজেলাআনসার ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম ,ইউপি চেয়ারম্যনগণ সহ কমিটির অন্যান্য সদস্যগণ।
বক্তাগণ বলেন, ভারতের তৈরী মাদক দ্রব্য সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। উপজেলার সীমান্তবর্তী এলাকাসমুহ মাদকে সয়লাব হয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে না পারলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।
মাদক ছাড়াও সভায় চুরি, ছিনতাই, বাজারের শৃঙ্খলা রক্ষা,মটর সাইকেল চালানোর সময় হেলমেড ব্যবহার নিশ্চিত করণ, নারী নির্যাতন সহ অনেক ফলপ্রসু আলোচনা সহ সিদ্ধান্ত
গ্রহন করা হয়। আটোয়ারী উপজেলাকে সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকতার সাথে সহযোগিতা করার আহবান জানান সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম