বুধবার, ৭ জুন ২০২৩
মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে পূবালী ব্যাংক লিমিটেড এর উপশাখা উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারস্থ তসিব উদ্দিন সুপার মার্কেটের ২য় তলায় রোববার(১১ সেপ্টেম্বর) সকালে ১০৩ তম উপ-শাখা হিসেবে পূবালী ব্যাংকের পথচলা শুরু হলো। ব্যাংকটির পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মধু বাবু রায়ের সভপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে পূবালী ব্যাংক লিঃ রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ সাজিদুর রহমান উপস্থিত থেকে উপশাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, উপজেলা বিএনপির আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ খাদেমুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি কল্যান কুমার ঘোষ, ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ চন্দ্র ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান গোলাপ, মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আটোয়ারী উপশাখার প্রিন্সিপাল অফিসার মোঃ জবেদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল অফিসার মোঃ আজহারুল ইসলাম।