আটোয়ারীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা - Pallibarta.com

বুধবার, ২২ মার্চ ২০২৩

আটোয়ারীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ

পঞ্চগড়ের আটোয়ারীতে রুমা বেগম (২৯) নামে এক গৃহবধূর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। রুমা বেগম উপজেলার তোড়িয়া ইউনিয়নের সপেতপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী বলে জানাগেছে।

উল্লেখ, বুধবার (১৯ অক্টোবর) সকালে নিজ বাড়ির গোয়াল ঘরের সরে ঝুলন্ত অবস্থায় রুমার মরদেহ উদ্ধার করে গ্রামবাসী। পরিবারের সদস্যরা জানান, সকালে পরিবারের সকলে ঘুম থেকে উঠে। রুমা গোয়াল ঘর থেকে গরু, ছাগল বের করে উঠান ঝাড়ু দেয়।

এদিকে ছেলে সাজু পড়তে বসে এবং স্বামী আঃ রহমান বাড়ির বাইরে হাটা- হাটি করছিল। এক পর্যায় ছেলে নাস্তা খাওয়ার জন্য মাকে ডাকতে থাকলে তার বাবা আঃ রহমান বাড়িতে আসে এবং বাবা-ছেলে নাস্তা সেড়ে নেয়। নাস্তা করার পরও মাকে দেখতে না পেয়ে সাজু বাইরে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পরে গোয়াল ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রুমাকে দেখতে পায় পরিবারের লোকজন।

পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে  রুমাকে মৃত অবস্থায় মাটিতে নামান। খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ ও দেবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রানা ঘটনাস্থলে উপস্থিত হন।  পরে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে প্রেরণ করেন। মৃত রুমার দুটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে সাজু আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী এবং ছোট ছেলে রাকিব স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী। রুমা পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার কুজিশহর গ্রামের কশিরুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১