আজ ম্যারাথন টুকু জামিলের প্রথম মৃত্যু বার্ষিকী - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

আজ ম্যারাথন টুকু জামিলের প্রথম মৃত্যু বার্ষিকী

আজ ম্যারাথন টুকু জামিলের প্রথম মৃত্যু বার্ষিকী

মোস্তাফিজুর রহমান সুজন,পটুয়াখালীঃ

মৃত্যুর আগ মুহূর্তে সারা দেশের মানুষের কাছে নিজ পটুয়াখালী জেলার ব্যানার উচিয়ে দৌড় শেষ করে ফিনিশ লাইনে পড়ে গিয়ে প্রান হারানো ম্যারাথন দৌড়বিদ টুকু জামিলের আজ ৭ জানুয়ারি শনিবার প্রথম মৃত্যু বার্ষিকী।

“দি ফিনিশার”বলে খ্যাত টিম পটুয়াখালীর প্রতিষ্ঠাতা,ম্যারাথন রেইস এম্বেসডার টুকু জামিল ২০২২ সালের ৭ জানুয়ারী টিম পটুয়াখালীর সদস্যদের নিয়ে স্বাধীনতার সুবন জয়ন্তী উপলক্ষে চট্রগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভে সেইলর চিটাগাং সিটি হাফ ম্যারাথন প্রতিযোগীতায় বিবনম্বর সিসিএইচএম -৫৪১ জার্সি পড়ে অংশ গ্রহন করেন।

২২ কিলোমিটারের দৌড় শেষে ফিনিশ লাইন স্পর্শ করার আগে বরাবরের মত নিজ পায়ের মোজার ভিতর গুজে রাখা নিজ জেলা পটুয়াখালী লেখা ব্যনার টিকে উচিয়ে ধরে ফিনিশ লাইন টাচ করে মাটিতে লুটিয়ে পড়েন টুকু জামিল। পরবর্তীতে তাকে নৌবাহিনী হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকেমৃত বলে ঘোষনা করেন।

মৃত গহর জামিল টুকু সারা দেশের রানিং কমিউনিটিতে টুকু জামিল নামে পরিচিত ছিলেন ছোট বেলা থেকে খেলাধূলা ,কবিতা আবৃত্তি ,বিতর্ক প্রতিযোগীতায় জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হিসেবে বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী গহর জামিল টুকু পটুয়াখালী সরকারী জুবিলী স্কুল থেকে ১৯৯৩ সালে ৫ টি বিষয়ে লেটারসহ সর্বোচ্চ মাকর্স নিয়ে উত্তীর্ন হন।

উচ্চ মাধ্যমিকে পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন সময়ে কলেজ ছাত্রসংসদ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে‘এজিএস’নির্বাচীত হন তিনি।

১৯৯৮ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ে ইংরেজী বিভাগে পড়া কালীন অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর লং কোর্সে “৪১ তমজিডিপিতে”ফ্লাইট ক্যাডেট হিসেবে যোগদান করেন।

তিন কন্যা সন্তানের জনক মরহুম গহর জামিল টুকু পটুয়াখালীর বিশিষ্ট শিক্ষাবিদ,রাজনীতিবিদ,সাংবাদিক ,সমাজ সেবক মরহুম মোয়াজ্জম হোসেন সুলতান মিয়া ও সমাজসেবা বিভাগের পটুয়াখারী জেলার প্রাক্তন উপ-পরিচালক মরহুমা হোসনে- আরা- বেগমের কনিষ্ট পুত্র।

মরহুমের বড় ভাই মো: জাকির হোসেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি,দৈনিক ইনকিলাব ও দি নিউ এজ পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

মরহুম গহর জামিল টুকুর প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ৭জানুয়ারি শনিবার বাদ আছর পটুয়াখালীর গোরস্থান রোডস্থ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০