Pallibarta.com | আগুনে প্রাণ গেল এক শিশুর - Pallibarta.com আগুনে প্রাণ গেল এক শিশুর - Pallibarta.com

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

আগুনে প্রাণ গেল এক শিশুর

আগুনে প্রাণ গেল এক শিশুর

আগুনে প্রাণ গেল এক শিশুর। সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বস্তিতে আগুন লেগে প্রাণ ঝরেছে বাবা-মায়ের একমাত্র সন্তান শিশু আঁখি মনির। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় আশুলিয়ার পবনারটেকের হানিফ মিয়ার বস্তিতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগে। মুহূর্তে টিনশেডের বস্তিটির পাঁচটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

তিন শিশুকে দুর্ঘটনা থেকে বাঁচাতে আহত হয়েছেন দুজন। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পান তারা।

তিন বছরের শিশু আঁখি মনিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েব পরিবারের সদস্যরা। দুর্ঘটনার সময় আঁখির সঙ্গে তার ছোটো ফুপাতো ভাইসহ আরও তিন শিশু খেলায় মেতে ছিল। আগুন দেখে শিশুরা কান্নাকাটি করলে এগিয়ে আসেন স্থানীয়রা।

আরও পড়ুন: টাঙ্গাইলে নদীভাঙনের কবলে শত শত মানুষ

দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেও আঁখি ভয়ে লুকিয়ে থাকায় খুঁজে পাওয়া সম্ভব হয়নি তাকে। উদ্ধারের সময় দুজন সামান্য আহত হন।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর স্থানীয় পুলিশ ও জনপ্রতিনিধিদের কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

এক নারী বলেন, ফায়ার সার্ভিসের এক লোক আসছিল কিন্তু রাত ১১টার পরেও কোনো পুলিশ আসেনি।

গত দুই বছরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আশুলিয়ার কাঠগড়া, শিমুলতলা, জামগড়া, বাইপাইল ও ভাদাইলসহ বেশকিছু এলাকায় অগ্নিদগ্ধে ১০ জনের প্রাণহানি ঘটে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০