Pallibarta.com | আগুনে পুড়ে অঙ্গার ঘুমন্ত ভাই-বোন - Pallibarta.com

সোমবার, ১৬ মে ২০২২

আগুনে পুড়ে অঙ্গার ঘুমন্ত ভাই-বোন

আগুনে পুড়ে অঙ্গার ঘুমন্ত ভাই-বোন pallibarta.com

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বসতঘরের আগুনে পুড়ে অঙ্গার হয়েছে ঘুমন্ত ভাই ও বোন। মঙ্গলবার (১০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- একই এলাকার ইকবাল হোসেনের ছেলে আবদুল্যাহ আল নোমান (৭) ও তার মেয়ে লামিয়া সুলতানা মাহী (৩)।

স্বজনদের বরাত দিয়ে বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল জানান, সকাল থেকে বৃষ্টি থাকায় দুই সন্তানকে ঘুম পাড়িয়ে বসতঘর সংলগ্ন চুলায় ভাত রান্না করছিলেন মা গোলাপি বেগম।

এর কিছুক্ষণ পর ওই চুলায় রান্না রেখে পুকুরঘাটে যান তিনি। ঘাট থেকে ফিরে নিজের বসতঘরে আগুন জ্বলতে দেখেন গোলাপি। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে পুরো ঘর ও ঘরে থাকা দুই শিশু পুড়ে অঙ্গার হয়ে যায়।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১