আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া: আইনমন্ত্রী - Pallibarta.com

মঙ্গলবার, ৬ জুন ২০২৩

আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া: আইনমন্ত্রী

আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান আইন অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বেগম খালেদা জিয়া।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য ৪৭শ’ বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘দুই/এক দিনের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর বিষয়ে ব্যাখ্যা দেয়া হবে। সংসদের আগামী অধিবেশনে সাক্ষ্য আইনের সংশোধনী পাস করা হবে। প্রচলিত আইন অনুযায়ী খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ নেই।’

তিনি বলেন, ‘সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে, কোনো দুর্নীতির মামলায় দুই বছর সাজা হলে এমপি নির্বাচন করতে পারবে না। সবক্ষেত্রেই এ নীতির প্রতিফলন আছে। খালেদা জিয়া আদালতের মাধ্যমে দণ্ডিত। প্রচলিত আইনানুযায়ী খালেদা জিয়া যোগ্য নির্বাচিত হলে নির্বাচন করতে পারবেন আর আইনানুযায়ী নির্বাচনের অযোগ্য হলে নির্বাচন করতে পারবেন না।’

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার কীভাবে বন্ধ করা যায় সে বিষয়ে কাজ চলছে। আগে অপব্যবহার হয়নি তা অস্বীকার করছি না। গণমাধ্যমকে এ জন্য ভীত হবার কোনো কারণ নেই। এছাড়া দুই-তিনদিনের মধ্যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের বিষয়ের উদ্দেশ্য তুলে ধরব।’

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০