আওয়ামীলীগ নেতাকে প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যানের কিল ঘুষি - Pallibarta.com

রবিবার, ২৬ মার্চ ২০২৩

আওয়ামীলীগ নেতাকে প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যানের কিল ঘুষি

গাজী আরিফুর রহমান,বরিশাল :

পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহা. শাহিন শাহ ফের আবার নিজ দলের এক সাংগঠনিক সম্পাদককে মারধর করেছেন। এ ঘটনায় থানায় জিডি ও কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নিকট লিখিত ও মৌখিকভাবে অভিযোগও করেছেন   উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকমো. ওবাইদুল ইসলাম।

উপজেলা চেয়ারম্যানের বারবার এই বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত বোধ করছেন আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা। আর বিলম্ব না করে এখনই এই বিতর্কিত উপজেলা চেয়ারম্যানের লাগাম টানার দাবি দলীয় নেতাকর্মীদের।

ঈদের পরের দিন ১২ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়া বন্দরে শেখ রাসেল স্কয়ার এর উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, ঈদুল আজহার পর দিন মঙ্গলবার ( ১২ জুলাই ) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়া বন্দরে শেখ রাসেল স্কয়ার এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জনসভার আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ।

স্থানীয় এমপি শাহজাদা সাজুর আসার খবরে উপজেলা আওয়ামী লীগ ও সব সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সেখানে উপস্থিত হন।

নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক উপজেলা চেয়ারম্যান মুহা. শাহিন শাহ কোনো কিছু বুঝে ওঠার আগেই কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন উপ কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. ওবাইদুল ইসলামকে কিল, ঘুষি ও এলোপাথাড়ি লাথি মারতে থাকেন। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো অ্যাডভোকেট ওবাইদুলকে উদ্ধার করেন এবং উপজেলা চেয়ারম্যানকে সরিয়ে দেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে মারধর করেছে এমন খবরে দলের নেতা কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. ওবাইদুল ইসলাম এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দলীয় হাইকমান্ডকে মৌখিকভাবে অবহিত করেছেন বলে সাংবাদিকদের জানান।

উপজেলা চেয়ারম্যানের এই মারমুখী আচরণ ও বারবার বিতর্কিত কর্মকাণ্ডে চরম ক্ষুব্ধ ও বিব্রত স্থানীয় জনপ্রতিনিধিরা। তার লাগাম টেনে ধরার দাবি জানিয়ে রতনদি তালতলি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বলেন, তার কাছে দল, শিক্ষক, আইনজীবী, নারী ও জনপ্রতিনিধি কেউই নিরাপদ নয়। কথায় কথায় তিনি গায়ে হাত তুলেন, লাঞ্ছিত করেন। তার এসব কর্মকাণ্ডের জন্য আমরা মানুষের কাছে হাস্যরসের পাত্রে পরিণত হচ্ছি।

কথায় কথায় উপজেলা চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের গালাগালি করেই ক্ষান্ত হন না। তার মতের অমিল হলেই তিনি নেতাকর্মীদের শারীরিকভাবেও লাঞ্ছিত করছেন। মু. শাহিন শাহ গলাচিপা উপজেলার চেয়ারম্যান হওয়ার পরই সবার সঙ্গে এই ধরনের বেপরোয়া আচরণ করছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে বলেন, দলের কেউই এখন আর তার কাছে নিরাপদ নয়।এভাবে চলতে পারে না। দলীয় হাইকমান্ডের সঙ্গে উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনা নিয়ে কথা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভা করে তার (উপজেলা চেয়ারম্যান) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।

এবিষয়ে স্থানীয় এমপি শাহজাদা সাজু সাংবাদিকদের বলেন, “আমার পরেই উপজেলা চেয়ারম্যান। তিনি একটি ইনিস্টিটিউট; তার সেটা বুঝা উচিৎ। তার এসব কর্মকাণ্ডে দল ও নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি নিজেও বিব্রত বোধ করছি। এঘটনায় উপজেলা আওয়ামী লীগকে দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।”

নিজ দলীয় উপজেলা সাংগঠনিক সম্পাদককে প্রকাশ্যে জনসভায় মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুহা. শাহিন শাহ বলেন,  “উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবাইদুল খ ম জাহাঙ্গীর ফাউন্ডেশনের সঙ্গে জড়িত এবং আমার সঙ্গে গলাচিপা পৌরসভার মামুন কমিশনার চলে কেন, এ নিয়ে আমার সম্পর্কে অনেকের সঙ্গে খারাপ মন্তব্য করায় আমি কয়টা থাপ্পড় দিয়েছি। আর কিছুই না।”

উল্লেখ্য, এর অগেও গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহা. শাহিন শাহ এক মহিলা আইনজীবী, কয়েকজন জনপ্রতিনিধি, শিক্ষক ও দলের এক যুগ্ম সম্পাদককেও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১