আইসিবির ডিএমডি হলেন আহমেদুর রহমান - Pallibarta.com

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

আইসিবির ডিএমডি হলেন আহমেদুর রহমান

আইসিবি

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান। আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদোন্নতি দিয়ে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

এরআগে আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইসিবি’র একটি সাবসিডিয়ারি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) হতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর উপর এমবিএ ডিগ্রি অর্জন করা আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান ১৯৮৯ সালে সিনিয়র অফিসার পদে আইসিবিতে কর্মজীবন শুরু করেন। এছাড়াও তিনি ব্যাংক স্কুল অব ম্যানেজমেন্ট হতে ইফেক্টিভ লিডারশিপ অ্যান্ড পিপল ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১