Pallibarta.com | আইপিএলের টাকার কারণে অসি ক্রিকেটারদের বন্ধুত্বে বিচ্ছেদ - Pallibarta.com

বুধবার, ১৮ মে ২০২২

আইপিএলের টাকার কারণে অসি ক্রিকেটারদের বন্ধুত্বে বিচ্ছেদ

আইপিএলের টাকার কারণে অসি ক্রিকেটারদের বন্ধুত্বে বিচ্ছেদ-pallibarta পল্লিবার্তা

খেলোয়াড়ি জীবনে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস ও মাইকেল ক্লার্ক। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল বেশ ভালো। কিন্তু সাইমন্ডসের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ভাগে ভাঙন দেখা যায় দুজনের বন্ধুত্বে।

এর পেছনে কারণ হিসেবে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল থেকে প্রাপ্ত অর্থের কথা জানিয়েছেন সাইমন্ডস। তার মতে, আইপিএল থেকে মোটা অঙ্কের টাকা পাওয়ায় সেটি ঘিরে হিংসা তৈরি হয় ক্লার্কের মনে। আর এ থেকেই শুরু বন্ধুত্বে ভাঙন।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে সাড়ে ১৩ লাখ ডলারে ডেকান চার্জাসে খেলেছিলেন সাইমন্ডস। কিন্তু এই অর্থ কীভাবে ক্লার্কের সঙ্গে তার সম্পর্কে ভাঙন ধরিয়েছে সেটি পুরোপুরি খোলাসা করেননি তিনি। তবে এখনও ক্লার্কের জন্য পূর্ণ সম্মান রয়েছে বলে জানালেন সাইমন্ডস।

আরেক সাবেক সতীর্থ ব্রেট লি’র পডকাস্টে সাইমন্ডস বলেছেন, ‘আমাদের ভালো বন্ধুত্ব ছিল। সে (ক্লার্ক) যখন দলে এলো, প্রায়ই আমরা একসঙ্গে ব্যাটিং করতাম। তাই ও যখন এলো, আমি সবকিছুতেই ওর খেয়াল রাখতাম। আমাদের ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল।’

‘ম্যাথু হেইডেন আমাকে বলেছিল, যখন আইপিএল শুরু হলো আমি অনেক টাকা পেয়েছিলাম আইপিএল খেলতে।সে এ বিষয়টি তুলে আনে কারণ খুব সম্ভবত ক্লার্কের সঙ্গে এ বিষয়ে একপ্রকার হিংসা কাজ করছিল। যা আমাদের সম্পর্কের মাঝে চলে আসে।’

‘টাকা মজার সব ঘটনা ঘটায়। এটি ভালো জিনিস। তবে কখনও কখনও বিষের মতো হতে পারে। আমি মনে করি, এটি আমাদের সম্পর্কে বিষের কাজ করেছে। তার জন্য আমার পূর্ণ সম্মান রয়েছে। তাই আমি বিস্তারিত বলতে চাচ্ছি না তখন কী কথা হয়েছিল। আমার সঙ্গে তার আর বন্ধুত্ব নেই। ঠিক আছে এটি।’

 

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১