অস্ট্রেলিয়ায় দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত - Pallibarta.com

সোমবার, ২৭ মার্চ ২০২৩

অস্ট্রেলিয়ায় দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

অস্ট্রেলিয়ায় দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত স্ট্রেলিয়া সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী পর্যটক নিহত - ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পশ্চিমের কপিনস ক্রসিং রোডে রোববার দুই গাড়ির সংঘর্ষে তিন বাংলাদেশী পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ৬১ বছর বয়সী বাংলাদেশী এক বৃদ্ধ, ৫৪ বছর বয়সী নারী এবং ২১ বছর বয়সী যুবক ঘটনাস্থলেই নিহত হন।

এবিসি নিউজ জানিয়েছে, ক্যানবেরার পশ্চিমে হ্যাজেল হক অ্যাভিনিউয়ের ঠিক দক্ষিণে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে একটি লাল টয়োটা হ্যাচব্যাক এবং সাদা টয়োটা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। এখনো দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

পুলিশ জানায়, এখনই কিছু অনুমান করা যাচ্ছে না, তদন্ত চলছে। তবে সড়কে কম গতি মানুষের জন্য নিরাপদ। পুলিশ যেকোনো প্রত্যক্ষদর্শী বা দুর্ঘটনার ফুটেজ আছে এমন কাউকে থাকলে তাকে ক্রাইম স্টপারদের সাথে যোগাযোগ করতে বলছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১