Pallibarta.com | অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, গ্রেপ্তার ১১ - Pallibarta.com

রবিবার, ১৭ অক্টোবর ২০২১

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, গ্রেপ্তার ১১

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, গ্রেপ্তার ১১

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, গ্রেপ্তার ১১ ।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় নারী ও শিশুসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শ্যামকুড় বিওপির মুন্ডুমালা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে।

তাদের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়ণগঞ্জের বন্দর থানা, নড়াইলের কালিয়া উপজেলা, ঢাকার লালবাগ থানা, চট্টগ্রামের বুচপুর, সাতক্ষীরা সদর ও যশোরের শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধ ভাবে কিছু বাংলাদেশি ভারত থেকে বাংলাদেশে প্রবেশে করেছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উপজেলার মুন্ডুমালা গ্রামের ইটের ভাটার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের পর তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১