রবিবার, ২৬ মার্চ ২০২৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নর্থ বেঙ্গল টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে এবার কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
একাদ্বশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একটি অংশ স্মারকলিপিও দিয়েছে।
রোববার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা পরিষদের চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।
এর আগে ওই কলেজের ৪ শিক্ষক ও এক জন পিয়ন তাঁদের বেতন বিলের শিটে অধ্যক্ষ রজিনা বেগমের স্বাক্ষর নিতে গেলে অধ্যক্ষ কলেজের সভাপতি ও ব্যবস্থাপনা পরিষদকে টাকা দিতে হবে জানিয়ে উৎকোচ দাবি করেন বলে একটি অভিযোগ গত ২৬ সেপ্টেম্বর কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেন তাঁরা (৪ শিক্ষক ও ১ পিয়ন)।
এছাড়া কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা নেওয়ারও অভিযোগ করেন ওই কলেজের শিক্ষার্থীদের এক অংশ।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা দাবি করেন- ‘অতিরিক্ত টাকা নেয়নি। অধ্যক্ষের নামে প্রভাষক মাহবুব হোসেন বসুনীয়া, মহসিন বসুনীয়া, ফাতিমা বেগম ও পরিদর্শক রবিউল ইসলাম এবং পিওন আব্দুল্লাহ মিথ্যা, বানোয়াট অভিযোগ দিয়েছেন। তাঁরাই নিয়ম মেনে কলেজে আসেন না। ঠিকমত শ্রেণিপাঠ নেন না।
কলেজে এসে তর্ক করেন- এতে কলেজের লেখা-পড়ার পরিবেশ নষ্ট হয়। এ সকল বিষয়ে অধ্যক্ষ ও কলেজ প্রতিষ্ঠাতা ওই শিক্ষকদেরকে একাধিকবার সর্তক করেছেন। অধ্যক্ষ প্রভাষক মহসিন বসুনীয়াকে কারণ দর্শানোর নোটিশ দেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতার নামে মিথ্যা অভিযোগ দেন। এ কারণে আমরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এবং কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করি।
’
কলেজের প্রভাষক আতিকুর রহমান ও প্রভাষক মওলা বকস্ বলেন, ‘কলেজটিতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে অধ্যক্ষসহ আমরা সবসময় চেষ্টা করি। কিন্তু পারিবারিক কিছু বিষয় নিয়ে শিক্ষকদের কয়েকজন কলেজটিকে ধ্বংস করতে ষড়যন্ত্র করতে উঠে পড়েছেন। মিথ্যা অভিযোগ দিয়ে কলেজের সুনাম নষ্ট করছেন।’
স্মারকলিপি পেয়েছেন স্বীকার করে ওই কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান- ‘অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের ব্যাপারে পাল্টাপাল্টি ১০-১২ টি অভিযোগ দিয়েছেন। বিষয় গুলো তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।